ফেসবুক গ্রুপের উদ্যোগে জরুরি প্রয়োজনে রক্ত দিলেন এজাজুল আলি সা
শচীন পাল, ঝাড়গ্রাম
একদিকে মহামারী পরিস্থিতি তার উপরে লকডাউন, জনজীবন অনেকখানি থমকে রয়েছে।করোনা আবহ আর রক্তের গ্রীষ্মকালীন চাহিদা এই দুই পরিস্থিতির চাপে রক্তের সংকট দেখা দিয়েছে বিভিন্ন ব্লাড ব্যাংকে lএমন অবস্থাতেও থেমে নাই সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক সমাজমাধ্যম গ্রুপ "আমারকার ভাষা আমারকার গর্ব" এর সদস্য সুবর্ণ সেনারা।
শুক্রবার ঝাড়গ্রাম হাসপাতাল ব্লাড ব্যাংকে গিয়ে জরুরি ভিত্তিতে "এ পজেটিভ" রক্ত দিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের জাহানপুর গ্রামের যুবক এজাজুল আলি সা ওরফে মিঠুন । অসুস্থতার কারণে ঝাড়গ্রামের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন ঝাড়গ্রামের বাসিন্দা নুসরত পারভীন খান l তাঁর চিকিৎসার জরুরি প্রয়োজনে রক্তের প্রয়োজন ছিল।রক্তের জন্য উনার পরিবারের পক্ষ থেকে গ্রুপের সদস্য অধ্যাপক সৈকত আলি সা- এর সাথে যোগাযোগ করা হয়।
পাশাপাশি এই রক্তের প্রয়োজনীয়তার বিষয়ে গ্রুপে পোষ্ট করেন গ্রুপের সদস্য শিব পাণিগ্রাহী। এবিষয়ে উদ্যোগী হন সৈকতবাবু এবং গ্রুপের সক্রিয় সদস্য কিশোর কুমার রক্ষিত। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে রক্তদানে রাজি হন এজাজুল আলি সা। রক্ত দেওয়ার বিষয়ে গ্রুপের আরো কয়েকজন সদস্য-সদস্যা আগ্রহ প্রকাশ করেছিলেন। শেষমেষ পরিকল্পনা মতো কিশোর কুমার রক্ষিতের সাথে ঝাড়গ্রামে গিয়ে রক্তদান করেন এজাজুল আলি সা।
রোগীর পরিবারের পক্ষ থেকে রক্তদাতাসহ গ্রুপেরপ্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য এর আগেও বিগত একবছরে বেশ কয়েকবার জরুরি প্রয়োজনে গ্রুপের উদ্যোগে রক্তদাতা খুঁজে দেওয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊