কাল থেকে বন্ধ সব লোকাল ট্রেন, ঘোষণা মমতার



কলকাতা ঃ 

রাজ্যে আংশিক লক ডাউন জারি হয়েছে আগেই। তবে আজও আংশিক লক ডাউনের মতো বেশ কিছু নিয়ম বেঁধে দিল রাজ্য। মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরই রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের শেষে করোনা পরিস্থিতিতে আংশিক লকডাউনের মতো নতুন একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।


করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সব লোকাল ট্রেন বন্ধ রাখার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গণ পরিবহণের সংখ্যা অর্ধেক করার কথাও জানান তিনি। এদিন তিনি বলেন, ‘সব লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে। সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহণের বাস ও মেট্রো। বিমানে আসা-যাওয়া করতে গেলে চাই কোভিড নেগেটিভ রিপোর্ট। জরুরী ভিত্তিতে কেউ এলে ১৪ দিন থাকতে হবে কোয়ারেন্টিনে’।



প্রসঙ্গত, রাজ্যের করোনা পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন সকলেই। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতি যেমন বাঁচাতে হবে জীবন তেমনই বাঁচাতে হবে জীবিকাও। সেই কথা মাথায় রেখেই কার্যত আংশিক লক ডাউনের পথে হেটেছে রাজ্য।