অরাজকতা নৈরাজ‍্য, পুলিশ প্রশাসন চুপ, টুইট করে প্রশাসনের সমালোচনা রাজ‍্যপালের




নারদাকাণ্ডে চার হেভিওয়েটকে গ্রেফতারি ঘিরে তুলকালাম রাজ‍্যের বিভিন্ন প্রান্ত। জেলায় জেলায় বিক্ষোভ, পথ ধরে অবরোধের চিত্র ফুটে উঠেছে। এমনকি নিজাম প‍্যালেসের সামনেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আজ সকালেই নারদ কাণ্ডে রাজ‍্যের চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ‍্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ‍্যায়কে গ্রেফতার করে সিবিআই। নিজাম প্যালেসে তৃণমূলের বিক্ষোভ নিয়ে ট্যুইটারে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একের পর এক ট্যুইট করে প্রশাসনের সমালোচনা করেন তিনি। 




জগদীপ ধনকড় লেখেন, উদ্বেগজনক পরিস্থিতি। মুখ্যমন্ত্রীকে বলব, সাংবিধানিক রীতি অনুসরণ করুন ও আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত। প্রশাসন কোনও পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। যা দুঃখজনক।




দ্বিতীয় ট্যুইটে রাজ্যপাল লেখেন, সম্পূর্ণ অরাজকতা ও নৈরাজ্য। পুলিশ-প্রশাসন চুপ। আশা করি এই অরাজকতা ও সাংবিধানিক কাটামোর ব্যর্থতার কী প্রভাব হতে পারে, আপনি উপলব্ধি করতে পারছেন। প্রতি মিনিটে পরিস্থিতি বিস্ফোরক হয়ে উঠছে। এখন সময় হয়েছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা। 




এরপরেই তৃতীয় ট্যুইটে তিনি লেখেন, সংবাদমাধ্যম ও পাবলিক ডোমেনে দেখতে পেলাম, সিবিআই দফতরে ইট ছোড়াছুড়ি হচ্ছে। করুণা হচ্ছে এটা দেখে যে পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। আইনশৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত করতে আপনাকে অনুরোধ করছি।