করোনা আবহে স্বল্প আয়ের গ্রাহকদের বিনামূল্যে রিচার্জ প্যাক দিচ্ছে AIRTEL 



রবিবার ভারতী এয়ারটেল জানিয়েছে যে মহামারী চলাকালীন সময়ে সাধারণ মানুষকে সাহায্য করার জন্য, Airtel নেটওয়ার্কের প্রায় 55 মিলিয়ন স্বল্প আয়ের গ্রাহকদের বিনামূল্যে 49 টাকার রিচার্জ প্যাক দেবে। এই রিচার্জ প্যাকে থাকবে ৩৮ টাকার টকটাইম এবং ১০০ এম বি ডাটা ২৮ দিনের বৈধতার সাথে।   [ Rs 38 and 100 MB data with a validity of 28] 

একইসাথে জানানো হয়েছে  প্রিপেইড গ্রাহকরা  যদি 79 টাকা রিচার্জ কুপন রিচার্জ করে তবে  দ্বিগুণ সুবিধা পাবেন।

সম্প্রতি করোনা অতিমারির মাঝে  এগিয়ে এসেছে জিও। জিও ফোন ব্যবহারকারীদের জন্য বড় অফার নিয়ে এসেছে রিলায়েন্স। 


প্রতি মাসে জিও ফোন ব্যবহারকারীরা ৩০০ মিনিটে বিনামূল্যে আউটগোয়িং কল করতে পারবে। (প্রতিদিন ১০ মিনিট) 

বর্তমান করোনা পরিস্থিতিতে যারা মোবাইল রিচার্জ করতে পারবে না, তারাও এই সুবিধা পাবে। 

পাশাপাশি জিও ফোন ব্যবহারকারীরা যত টাকা মূল্যে রিচার্জ করবেন, ঠিই সেই একই মূল্যই পরিষেবা ফ্রি-প্ল্যান হিসেবে পাবেন।