নারদ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই
নারদ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই, প্রত্যাহার করা হল মামলা। পাঁচ বিচারপতির হাইকোর্টের বেঞ্চেই ফিরল মামলা। সেই পাঁচ সদস্যের বেঞ্চের রায়ই চূড়ান্ত হবে।মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে বিচারপতি বিনীত শরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে নারদ-মামলার শুনানিতে বেঞ্চের একের পর এক প্রশ্ন বানে বিদ্ধ হয় সিবিআই। শেষ পর্যন্ত পিছু হটে মামলা প্রত্যাহার করতে বাধ্য হয় সিবিআই।
মামলাটি রাজ্যের বাইরে স্থানান্তরিত করার আবেদন করার কথা জানান সিবিআই আইনজীবী মেহতা।মামলার শুনানিতে সিবিআই বারবার নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভের ঘটনা তুলে ধরলে শীর্ষ আদালত বলে, 'কয়েকজনের জন্য কোনও নাগরিকের গণতান্ত্রিক অধিকার খর্ব হতে পারে না। নোটিস ছাড়া কীভাবে ৪ অভিযুক্তের জামিন খারিজ হয়? পাশাপাশি অভিযুক্তদের কথা না শুনেই কীভাবে এমন সিদ্ধান্ত? মেহতাকে এমন একাধিক প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। শেষে একাধিক প্রশ্নবানে মামলা খারিজ করে সিবিআই।
সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিচারপতি বি আর গভাই প্রশ্ন করেন, 'মুখ্যমন্ত্রী বা আইনমন্ত্রী আইন হাতে তুলে নিলে অভিযুক্তর কেন হয়রানি হবে? 'গৃহবন্দি করার নির্দেশ দিলেও তাঁরা তো সিসিটিভির নজরদারিতেই আছেন। সিবিআই কোর্টে মামলা চলাকালীন হাইকোর্ট আপনাদের আবেদনে সাড়া দিয়েছে। বিশেষ ভাবে আপনাদের মামলা শুনেছে, আবেদনে মান্যতা দিয়েছ। অভিযুক্তদের নোটিস দেওয়া হয়নি।
এই মামলা শুক্রবার পর্যন্ত মুলতবির আবেদন করলে বেঞ্চের মন্তব্য, 'আপনিই তো আজ শুনানির আবেদন করেছিলেন, এখন পিছিয়ে দেওয়ার কথা কেন বলছেন?' হাই কোর্টের ৫ বিচারপতির বেঞ্চ মামলার সব কিছু তোলার কথা জানায়। আর সেদিকে নজর থাকবে শীর্ষ আদালতের এমনটাই জানিয়েছে শীর্ষ আদালত।
প্রথমেই সুপ্রিম কোর্টে সিবিআই-য়ের মামলা খারিজ হলেও ফের মামলা করে সিবিআই। এবার ফের ধাক্কা খেয়ে মামলা ফিরল হাইকোর্টেই। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে হাইকোর্টে বুধবারের শুনানি স্থগিত হয়েছে। পরবর্তী তারিখ এখনও জানানো হয়নি। ফলে আপাতত গৃহবন্দির নির্দেশই জারি রইল ৪ হেভিওয়েটের ওপর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊