দুর্ঘটনার কবলে বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমান, মৃত‍্যু পাইলটের 





ফের দুর্ঘটনার কবলে বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমান প্রাণ গেল পাইলটের। পঞ্জাবের মোগার কাছে ভেঙে পড়ে মিগ-২১ বাইসন যুদ্ধবিমান। 



এক বিবৃতিতে বায়ুসেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে নিয়মমাফিক উড়ানের সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি গুরুতর অবস্থায় পাইলট স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরিকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। এই ঘটনার কোর্ট অফ এনক্যোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। 


পাইলটের মৃত‍্যুতে শোক প্রকাশ করেছে বায়ুসেনা। মৃত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। 



প্রসঙ্গত, চার দশক আগে দেশের বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয়েছিল রুশ-নির্মিত মিগ বিমানগুলি। একের পর এক দুর্ঘটনার কবলে পড়ে বর্তমানে একটিমাত্র স্কোয়াড্রন অর্থাৎ ১৭টি বিমান অবশিষ্ট রয়েছে। আগামী ১-২ বছরের মধ্যে সবকটিকে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা।