Latest News

6/recent/ticker-posts

Ad Code

কীভাবে ব্যবহার করবেন পালস অক্সীমিটার? কোথায় পাবেন?

কীভাবে ব্যবহার করবেন পালস অক্সীমিটার? কোথায় পাবেন? 






করোনার দ্বিতীয় ঢেউয়ে যারা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন তাঁদের জন্য অত্যাবশ্যক হয়ে উঠছে অক্সিমিটার। প্রতি মুহূর্তে নজর রাখতে হচ্ছে অক্সিজেন লেভেল।

ইতিমধ্যে কেন্দ্র পালস অক্সিমিটার বিষয়ে নির্দেশিকাও জারি করেছে। গ্রামীণ এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় আশা কর্মীদের পর্যাপ্ত পরিমাণে পালস অক্সিমিটার এবং থার্মোমিটার দেওয়ার নির্দেশ রয়েছে। তবে সেই সঙ্গে এটাও বলা হয়েছে , প্রতিবার ব্যবহারের পর ওই থার্মোমিটার এবং অক্সিমিটার স্যানিটাইজ করতে হবে।

আসুন জেনে নেই কীভাবে ব্যবহার করতে হয় এই অক্সিমিটার-

* রোগীর আঙুলে কোনও প্রকার নেল পালিশ অথবা ফলস নেল থাকলে চলবে না।
* রক্তে অক্সিজেনের পরিমাণ মাপার আগে অন্তত 5 মিনিট বিশ্রাম নিন।
* এর পরে পালস অক্সিমিটার অন করে তর্জনী ঢুকিয়ে দিন।
* শুরুতে রিডিং বদলাতে থাকবে। রিডিং স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
* সব থেকে বেশি যে সংখ্যাটি অন্তত 5 সেকেন্ড বদলায়নি, সেই সংখ্যাটি লিখে রাখুন।
* প্রত্যেকটি রেকর্ডিংয়ে নজর রাখুন।
* এইভাবে দিনে অন্তত তিন বার রক্তে অক্সিজেনের পরিমাণ মাপতে থাকুন।


কোথায় পাবেন এই পালস অক্সিমিটার? সরকারি নির্দেশিকায় হোম আইসলেশনে থাকা ব্যক্তিকে সরকার একটি করে পালস অক্সিমিটার প্রদান করবে এবং পরে তা ফেরত নেবে বলে নির্দেশিকা রয়েছে। তবে আপনি যদি চান অনলাইনে অর্ডার করতে পারেন পালস অক্সিমিটার বা দোকান থেকেও নিতে পারেন। 

Amazon online শপিং থেকে রইলো পালস অক্সিমিটারের লিঙ্ক, এখান থেকেও অর্ডার করতে পারেন। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code