Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এবার ' দুয়ারে শিক্ষক'

কোভিড আক্রান্তদের পাশে দাঁড়াতে এবার ' দুয়ারে শিক্ষক' 





পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে এবং পরিচালনায় সারা জেলায় কোভিড আক্রান্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য " দুয়ারে শিক্ষক" নামে একটি পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

এই পরিষেবা প্রদানের অঙ্গ হিসাবে সমিতির শিক্ষক- শিক্ষিকা বৃন্দ Covid-19 আক্রান্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে ফল, শুকনো খাবার, এবং প্রোটিনসমৃদ্ধ আহার (চাল, মুসুর ডাল, ছোলা, সোয়াবিন, দুধ, ডালিয়া, খেজুর, বিস্কুট) এবং সাবান সরবরাহ করার ব্যবস্থার উদ্যোগ নিয়েছেন।

এই পরিষেবার শুভ সূচনা করেন সমিতির অফিস তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিস গুজরংঝোড়া বিল্ডিং এর সামনে । এই শুভ সূচনায় উপস্থিত ছিলেন- জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বর্মা। কোভিড বিধি মেনেই অনুষ্ঠানে র আয়োজন হয়।

Helpline number- 7872942555, 9434443010

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code