Latest News

6/recent/ticker-posts

Ad Code

অক্সিজেনের ঘাটতি মেটাতে বাঁকুড়ার পাঁচ হসপিটালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট

 অক্সিজেনের ঘাটতি মেটাতে বাঁকুড়ার পাঁচ হসপিটালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট





রঞ্জিত ঘোষ, বাঁকুড়া,12 মে:


দিন যতই যাচ্ছে দেশে করোনা আক্রান্তের সংখ্যাটাও ধীরে ধীরে ততটায় বাড়তে শুরু করেছে । তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেনে সঙ্কটের চিত্রটাও। পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ না থাকায় করোনা রোগীদের অক্সিজেনের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে বিভিন্ন হসপিটালের ডক্টর, নার্স-স্বাস্থ্যকর্মীদের । আর এই অক্সিজেন সংকট মেটাতে এবার বাঁকুড়ার পাঁচ সরকারি হসপিটালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট । 


জেলাস্বাস্থ্য দপ্তর কর্তৃক সূত্রে খবর, জেলার বাঁকুড়া সন্মীলনী মেডিকেল কলেজ ও হসপিটাল, ছাতনা সুপারস্পেশালিটি হসপিটাল, বড়জোড়া সুপারস্পেশালিটি হসপিটাল, ওন্দা সুপারস্পেশালিটি হসপিটাল, এবং বিষ্ণুপুর সুপারস্পেশালিটি হসপিটালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট । এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য দপ্তর কতৃক ছাড়পত্র মেলার পর থেকেই জোর কদমে চলছে অক্সিজেন প্লান্ট তৈরির কাজ ।এবং এগুলির কাজ সম্পন্ন হলেই প্লান্টগুলি থেকে প্রতি মিনিটে 1000 লিটার করে অক্সিজেন উতপন্ন করা সম্ভব হবে বলে মনে করছেন জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code