রাজনৈতিক প্রতিহিংসা! প্রশ্ন উঠছে, শুভেন্দু অধিকারী বা মুকুল রায়ের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নিল না সিবিআই?





আজ সকালে নারদকাণ্ডে রাজ্যের পরিবহন এবং আবাসনমন্ত্রী ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জী এবং মদন মিত্রকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)।


যদিও ফিরহাদ দাবি করেছেন, আগাম কোনও নোটিশ দেওয়া হয়নি এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়েরও অনুমতি নেওয়া হয়নি বলে দাবি করেছেন ফিরহাদ।


যদিও, কিছুদিন আগেই এই চারজনের বিরুদ্ধে মামলা এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

তবে বিশেষজ্ঞ মহলের প্রশ্ন, স্পিকারের অনুমতি না নিয়ে গ্রেপ্তার করার এক্তিয়ার কি সিবিআইয়ের আছে? সেই সাথে প্রশ্ন উঠছে শুভেন্দু অধিকারী বা মুকুল রায়ের বিরুদ্ধেও কেন ব্যবস্থা নিল না সিবিআই?

এদিনের গ্রেফতারিতে বিজেপির  ইন্ধন রয়েছে বলেও অভিযোগ উঠছে স্যোসাল মিডিয়ায়। তবে বিজেপি নেতাআ রাহুল সিন্‌হা জানিয়েছেন- "এই ঘটনার সাথে বিজেপির কোন সম্পর্ক নেই।"