সুখবর! DA বাড়লো সরকারি কর্মচারীদের


  • দ্বিগুণ বাড়ল মহার্ঘ ভাতা
  • নয়া DA নিয়মের ফলে দেশজুড়ে প্রায় ১.৫০ কোটি অস্থায়ী ও ঠিকাকর্মচারী উপকৃত হবেন
  • ডিএ প্রতি মাসে ১০৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২১০ টাকা।


সুখবর। সরকারী কর্মচারীদের ডিএ বাড়লো। যা সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। কেন্দ্রীয় কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে সংশয়ের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের বড়সড় ঘোষণা। করোনা আবহের মাঝেই সরকারি কর্মীদের স্বস্তি দিতে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দেড়ে কোটিরও বেশি কর্মীর পরিবর্তনযোগ্য মহার্ঘ ভাতা (ভিডিএ) বৃদ্ধির ঘোষণা করেছে। করোনায় বিপর্যস্ত দেশের অর্থনীতি এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি বা ডিএ নিয়ে চিন্তায় ছিলেন বহু কর্মচারী। অবশেষে গতকাল সুখবর শোনাল কেন্দ্র।



প্রতি মাসের হিসেব অনুযায়ী দ্বিগুণ বাড়ল মহার্ঘ ভাতা । ১০৫ টাকা থেকে বেড়ে ২১০ টাকা হল ভিডিএ। ডিএ বৃদ্ধির নয়া নিয়ম ইতিমধ্যেই পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে।ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যুনতম মজুরির হারও বাড়বে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় কর্মসংস্থানের ক্ষেত্রের জন্য এই বৃদ্ধি এবং তা রেল,খনি, তৈল ক্ষেত্র, বড় বন্দরের মতো কেন্দ্রীয় সরকারি সংস্থা ও কেন্দ্র সরকারের পর্ষদের ক্ষেত্রে প্রযোজ্য। এই হার ঠিকা ও অস্থায়ী কর্মী ও শ্রমিকদের জন্য সমানভাবে প্রযোজ্য।



শ্রমমন্ত্রী সন্তোষ গাংওয়ার জানিয়েছেন, 'নয়া DA নিয়মের ফলে দেশজুড়ে প্রায় ১.৫০ কোটি অস্থায়ী ও ঠিকাকর্মচারী উপকৃত হবেন। বিশেষত করোনাকালে এর প্রয়োজন ছিল।'

এক বিবৃতিতে শ্রমমন্ত্রক জানিয়েছে, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সংশোধিত ভিডিএ চলতি বছরের ১ এপ্রিল থেকে কার্যকর করা হবে।

সংবাদসংস্থায় নেগি জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থায় কর্মীদের জন্য ডিএ প্রতি মাসে ১০৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২১০ টাকা।