Latest News

6/recent/ticker-posts

Ad Code

আসছে ইয়াশ, স্কুলগুলিকে তৈরি থাকার নির্দেশ

আসছে ইয়াশ, স্কুলগুলিকে তৈরি থাকার নির্দেশ 




রাজ‍্যে আসছে বর্ষা। আর তা শুরু হতে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস-র হাত ধরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবারেই রাজ‍্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াশ। আর তাই আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে রাজ‍্য। ইতিমধ‍্যে জোর কদমে শুরু হয়েছে সতর্কতা প্রচার। মৎসজীবিদের জন‍্য জারি হয়েছে সতর্কতা। 




এদিকে কোচবিহার জেলার স্কুলগুলিকে তৈরি নির্দেশ দেওয়া হয়েছে। জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ইতিমধ‍্যে স্কুল ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর চিঠি দিয়ে স্কুলগুলিকে তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে স্কুল গুলির ঘর গুলি ব‍্যবহার করার কথা জানানো হয়েছে। দেখে নিন বিজ্ঞপ্তি- 



আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার থেকেই দুই রাজ্যের উপকূল এলাকায় শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির দাপট। বুধবার সন্ধেয় উত্তর বঙ্গোপসাগরে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে ইয়াস। আগাম সতর্কতা হিসেবে ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন। চলছে সব রকম প্রস্তুতি। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে আগামীকাল চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code