পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, জানালো আবহাওয়া দফতর





পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, জানালো আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ২৫ তারিখ থেকে বৃষ্টি, ২৬ তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হবে ও ২৫ তারিখ ৭০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে।


আবহাওয়া দফতরের আরও পূর্বাভাস, ২৪ তারিখের আগে নিম্নচাপ চেহারা নেবে সাইক্লোনের। ২৪ তারিখের পর ঝড় চেহারা নেবে সিভিয়ার সাইক্লোনের। আমফানের থেকে কম শক্তিশালী হবে ঘূর্ণিঝড় এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর। বড় রকমের ঘূর্ণিঝড়ের আকার নেওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ২৭ তারিখ অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে।


আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যেই পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যা কাল আরও শক্তি সঞ্চয় করবে ২৪ ঘণ্টার মধ্যে শক্তি বাড়িয়ে সোমবার তা পরিণত হতে হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। ফলে সোমবার সন্ধ্যার পর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মঙ্গলবার ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি হতে পারে।


মঙ্গলবার থেকেই দুই রাজ্যের উপকূল এলাকায় শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ধীরে ধীরে বাড়বে বৃষ্টির দাপট। বুধবার সন্ধেয় উত্তর বঙ্গোপসাগরে দুই রাজ্যের উপকূলে আছড়ে পড়বে ইয়াস। আগাম সতর্কতা হিসেবে ইতিমধ্যেই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ইতিমধ্যে তৎপর হয়েছে প্রশাসন। চলছে সব রকম প্রস্তুতি। নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে আগামীকাল চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে।