Latest News

6/recent/ticker-posts

Ad Code

BJP ছাড়লেন কোচবিহার পুরসভার প্রাক্তন প্রশাসক ভূষণ সিংহ

BJP ছাড়লেন কোচবিহার পুরসভার প্রাক্তন প্রশাসক ভূষণ সিংহ








রাজ্যে একুশের বিধানসভা নির্বাচনে বিপুল সিটে জয়লাভ করে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। আর তারপরেই বিজেপির অন্দরে ভাঙন দেখা দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। দিনহাটার সংহতি ময়দানে নির্বাচনী জনসভায় শুভেন্দু অধিকারীর হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ভূষণ সিং। এরপর, ভোট মিটতেই চলে গিয়েছে পদ। এলাকার মানুষকে অবাক করে বিজেপি ছাড়লেন কোচবিহার পুরসভার প্রাক্তন প্রশাসক ভূষণ সিংহ।



কোচবিহারে বিজেপির ফল ভালো হয়েছে বিধান সভা নির্বাচনে। দুটি আসন বাদে সব কটি আসন বিজেপির দখলে। তারপরেও কেন দল ত্যাগ করলেন ভূষণ সিং তা নিয়ে এখনও কোনও স্পষ্ট কারণ জানা যায়নি। তবে, ভূষণবাবু জানিয়েছেন, পরিবারকে সময় দিতেই তাঁর দল ছাড়া। তৃণমূলে ফিরে যাওয়ার ব্যাপারে এখনও কিছু ভাবিনি।



নতুন করে তৃণমূল সরকারে ক্ষমতায় আসার পরই কোচবিহার পুর প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। শেষপর্যন্ত শুক্রবার বিজেপি সরে আসার কথা ঘোষণা করলেন ভূষণ সিংহ। তবে দলের অন্দরের কোনও বিরোধ নাকি অন্য কিছু কারণে দল ছারলেন তা স্পষ্ট নয়। আবার তৃণমূলে যোগ দেবেন কিনা সে বিষয়েও কোনও কিছু জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code