করোনার ভ্যাকসিন বা চিকিৎসায় কি আধার কার্ড বাধ্যতামূলক? কি জানাল UIDAI
করোনার চিকিৎসায় বা ভ্যাকসিন নিতে আধার কার্ড বাধ্যতা মূলক নয় এমনটাই জানালো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)।
ইউআইডিএআই জানিয়েছে, আধার কার্ড না থাকার জন্য কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।
ইউএডিএআই সাফ জানিয়েছে, আধার কার্ড না থাকলে তা অজুহাত করে কাউকে কোনও প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না।
দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে ইউএডিএআই এক বিবৃতিতে জানায় আধারের ক্ষেত্রে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম (ইএইচএম) রয়েছে এবং ১২ সংখ্যার বায়োমেট্রিক পরিচয়পত্র না থাকলে প্রয়োজনীয় পরিষেবা ও সুবিধা দেওয়ার ক্ষেত্রে তা অনুসরণ করতে হবে।
এর আগে আধার কার্ড না থাকায় প্রয়োজনীয় চিকিৎসায় পরিষেবা দিতে অস্বীকার করেছে হাসপাতাল এমন খবর উঠে আশার পরেই ইউআইডিএআই -এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আধার না থাকার কারণে কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊