Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনার ভ্যাকসিন বা চিকিৎসায় কি আধার কার্ড বাধ্যতামূলক? কি জানাল UIDAI

করোনার ভ্যাকসিন বা চিকিৎসায় কি আধার কার্ড বাধ্যতামূলক? কি জানাল UIDAI







করোনার চিকিৎসায় বা ভ্যাকসিন নিতে আধার কার্ড বাধ্যতা মূলক নয় এমনটাই জানালো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই)।


ইউআইডিএআই জানিয়েছে, আধার কার্ড না থাকার জন্য কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি হওয়া বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।


ইউএডিএআই সাফ জানিয়েছে, আধার কার্ড না থাকলে তা অজুহাত করে কাউকে কোনও প্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না।


দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে ইউএডিএআই এক বিবৃতিতে জানায় আধারের ক্ষেত্রে এক্সেপশন হ্যান্ডলিং মেকানিজম (ইএইচএম) রয়েছে এবং ১২ সংখ্যার বায়োমেট্রিক পরিচয়পত্র না থাকলে প্রয়োজনীয় পরিষেবা ও সুবিধা দেওয়ার ক্ষেত্রে তা অনুসরণ করতে হবে।


এর আগে আধার কার্ড না থাকায় প্রয়োজনীয় চিকিৎসায় পরিষেবা দিতে অস্বীকার করেছে হাসপাতাল এমন খবর উঠে আশার পরেই ইউআইডিএআই -এর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আধার না থাকার কারণে কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি বা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code