কোভিড চিকিৎসায় অতিরিক্ত খরচ ও অবৈধ নার্সিংহোমদের বিরুদ্ধে মাঠে নামলেন বিধায়ক খোকন দাস



পূর্ব বর্ধমান:- 


অবৈধ নার্সিংহোম ও কোভিড চিকিৎসার রোগীদের জন্য অত্যাধিক টাকা নেওয়ায় নার্সিংহোমদের বিরুদ্ধে মাঠে নামলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।


এদিন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়কে চিঠি বিধায়কের।



মূলত এদিন খোকন দাস বর্ধমান শহরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নার্সিংহোম গুলির বিরুদ্ধে মুখ্য স্বাস্থ্য অধিকারিক প্রণব রায়কে অভিযোগ করে বলেন,অবিলম্বে নার্সিংহোম মালিকদের নিয়ে বৈঠক করা হোক। না হলে গ্রামের মানুষরা করোনার চিকিৎসার কারণে ঘটিবাটি বিক্রি হয়ে যাবে।



পাশাপাশি বিধায়ক খোকন দাস আরও বলেন, করোনা পজিটিভ না হলেও তাকে করোনা পজিটিভ বলে অর্থ উপার্জন করছে এই সব নার্সিং হোমগুলি।

পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন,বিধায়কের চিঠি পেয়েছি খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
নার্সিংহোমদের বিরুদ্ধে মাঠে নামলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস

অবৈধ নার্সিংহোম ও কোভিড চিকিৎসার রুগীদের জন্য অত্যাধিক টাকা নেওয়ায় নার্সিংহোমদের বিরুদ্ধে মাঠে নামলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।

Posted by Sangbad Ekalavya on Monday, May 10, 2021



নার্সিংহোমদের বিরুদ্ধে মাঠে নামলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস

অবৈধ নার্সিংহোম ও কোভিড চিকিৎসার রুগীদের জন্য অত্যাধিক টাকা নেওয়ায় নার্সিংহোমদের বিরুদ্ধে মাঠে নামলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।