রাজ‍্যে ২১ হাজার ছুঁইছুঁই করোনা আক্রান্তের সংখ‍্যা 




দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। রাজ‍্যে আরো জাকিয়ে বসছে করোনার দ্বিতীয় ঢেউ। সংক্রমণ কমার কোনো নাম নেই। ছুইছুই একুশ হাজার। বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১২৯জনের। একলাফে ১ হাজার ৫২৯ জন বেড়ে এই মুহূর্তে রাজ্যে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩০ হাজার ২১৩ জনে।




বুলেটিন অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। এই মুহূর্তে রাজ্যে করোনামুক্তির হার ৮৬.৬৮ শতাংশে। পাশাপাশি সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৩১ জন। কলকাতায় ৩ হাজার ৯২৪ জন। এদিকে কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন, উত্তর ২৪ পরগণায় ২৫ জন। 




এদিকে, চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুরের জেলা।মৃতদের মধ্যে ৩৯ জনই কলকাতার। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে ওই জেলা।উত্তরবঙ্গের করোনা গ্রাফও রীতিমতো ভয় ধরিয়েছে। এদিন সব জেলা থেকেই মিলেছে নতুন সংক্রমিতের হদিশ। রাজ‍্যে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধমুখী।