বাতাসে ১০ মিটার পর্যন্ত ভাসতে পারে করোনা ভাইরাস, সতর্কবার্তা কেন্দ্রের
করোনা ভাইরাসের দাপটে বিপর্যস্ত দেশ। একের পর এক গবেষণা চলছে করোনা ভাইরাসের ওপর। এসেছে ভ্যাকসিন। তারপরেও সংক্রমণ বেড়েই চলছে চলছে মৃত্যু মিছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ে এলোমেলো ভারত। এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করা ও শারীরিক দূরত্ব বিধি মেনে চলাই একমাত্র হাতিয়ার। কারণ, করোনা ছড়ানো ড্রপলেট ২মিটার পর্যন্ত যেতে পারে। তবে ছোট ছোট এরোসল বা জলকণা ১০ মিটার পর্যন্ত যেতে পারে এমনই কথা শোনালেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবন।
একা নয়া গাইডলাইনে কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবন জানিয়েছেন, বাতাসে ১০ মিটার পর্যন্ত ভাসতে পারে করোনা ভাইরাস। ফলে শারীরিক দূরত্ববিধি মেনে চলার কথা বলা হয়েছে। গাইডলাইন অনুযায়ী কেউ হাঁচলে বা কাশলে তাঁর মুখ থেকে নির্গত ছোট জলকণা সর্বোচ্চ ১০ মিটার পর্যন্ত দূরে যেতে পারে। ফলে সাবধান থাকতে বলা হয়েছে গাইডলাইনে। কারণ, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে হাঁচি , কাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পাশাপাশি গাইডলাইনে আরও জানানো হয়েছে, সংক্রমণে লক্ষন নেই এমন করোনা আক্রান্ত রোগীও সংক্রমণ ছড়াতে পারে। পাশাপাশি খোলামেলা জায়গায় করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম। দরজা-জানলা বন্ধ করে ঘরে এসি চালিয়ে থাকলে সংক্রমণের সম্ভাবনা রয়েছে কারণ, সংক্রমিত কণা ঘরে প্রবেশ করলে সেখানেই আটকে থাকবে সেখান থেকে দ্রুত সংক্রমণ ছড়াতে পারে। সেই সঙ্গে অফিস বা বাড়িতে দরজা-জানলা খোলা রাখার প্রয়োজনীয়তার কথাও সেখানে বলা হয়েছে।
দরজার হাতল, আলোর সুইচ, চেয়ার, টেবিল ও মেঝে ইত্যাদি যেসব জায়গায় ড্রপলেট বেশিক্ষন থাকতে পারে তা ঘন ঘন পরিষ্কার করার কথাও জানানো হয়েছে। কেন্দ্রের তরফে উপদেশনামায় বলা হয়েছে, করোনা রুখতে মাস্ক পরতে হবে, দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজেশন এবং ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। আরও বলা হয়েছে, যেসব বাড়িতে ভালো ভেন্টিলেশন রয়েছে সেখানে একজন থেকে অন্যজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊