Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৈরি হচ্ছে শক্তিশালী ঘুর্ণিঝড় যশ- প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

তৈরি হচ্ছে শক্তিশালী ঘুর্ণিঝড় যশ- প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী





ঘূর্ণিঝড় ‘তাওকত’ ইতোমধ্যেই তাণ্ডব চালিয়েছে ভারতের পশ্চিম উপকূলে। এরই মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী সপ্তাহে রাজ্যে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় যশ।


এই পরিস্থিতিতে নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। আগে থেকেই জেলাপ্রশাসনকে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নেও একই কথা জানিয়েছেন। 


বাড়ি থেকে টেলিফোনে তিনি প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ করে সাইক্লোন সেন্টার এবং বিপর্যয় মোকাবিলা দফতর যাতে আগাম প্রস্তুতি সেরে রাখে তারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ২৩শে মে আন্দামান সাগর ও পূর্ব মধ‍্য বঙ্গোপসাগরে ৪৫-৫৫ কিমি বেগে ঝোড়া হাওয়া বইতে পারে যা ধীরে ধীরে বেগ বাড়িয়ে ৭০ কিমি /ঘন্টা বেগে পরিণত হতে পারে। ২৪ থেকে ২৬মে পর্যন্ত মধ‍্য বঙ্গোপসাগর, ওড়িষ‍্যা, পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ জায়গা বাতাসের বেগ আরো বাড়তে পারে। 



২৫শে মে রাজ‍্যের উপকূলবর্তী জেলা গুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। অধিকাংশ জায়গায় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

আগামী ৭২-৯৬ ঘন্টায় দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকার বেশিরভাগ জায়গায় বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

ইতিমধ‍্যে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। ২৪শে মে থেকে মৎসজীবিদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। আর যারা সমুদ্রে আছেন তাঁদের ২৩শে মে-র মধ‍্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code