করোনার মাঝেই বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস, মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে মৃত ৯০, আক্রান্ত ১৫০০






করোনার মাঝেই মাথা চাড়া দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। চিন্তা বাড়ছে। মহারাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে ছত্রাক-রোগ মিউকরমাইকোসিস। ব্ল্যাক ফাঙ্গাসে এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। আক্রান্তের সংখ্যা ১৫০০ পার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে একথা জানিয়েছেন। করোনা সেকেন্ড ওয়েভের ধাক্কার প্রায় সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করে মিউকরমাইকোসিস বলেই জানান তিনি। একে হাল্কা ভাবে নিলে চলবে না বলেও জানান।



তিনি বলেন, ডায়াবেটিস ও শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা কম থাকলে অনেকের মধ্যে এই ছত্রাকজনিত রোগে সংক্রমিত হচ্ছেন। তাঁর মতে, স্টেরয়েডের ফলে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যায়। মিউকরমাইকোসিস রোগের চিকিৎসা করতে চিকিৎসকদের ৯-পাতার নির্দেশিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।




গতকালই করোনার পর এবার ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসকে মহামারী ঘোষণা করেছে রাজস্থান সরকার ও তেলঙ্গানা সরকার। পশ্চিমবঙ্গেও থাবা বসিয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাস। এখনও পর্যন্ত ৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। করোনার কারণেই নয় অন্য কারণও রয়েছে বলে জানায় স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ ‘অ্যাম্ফোটিরিসিন-বি’ রাজ্যে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এই ওষুধ কখন ও কীভাবে প্রয়োগ করতে হবে, তার গাইডলাইন তৈরি হচ্ছে।