কোভিড টিকাকরণের যাবতীয় তথ্য মিলবে PAYTM-এ, আসলো নয়া টুল
করোনার দাপটে বিপর্যস্ত দেশ এমন পরিস্থিতিতে করোনার বিরুদ্ধে দেশজুড়ে টিকাকরণ চলছে। এবার টিকাকরণে সহযোগিতার হাত বাড়ালো Paytm । কোভিড টিকাকরণের যাবতীয় তথ্য এবার মিলবে Paytm অ্যাপে, এমনি নয়া টুল এনেছে সংস্থা। সংস্থার দাবি, সরকারি CoWin অ্যাপের রিয়েলটাইম ডেটা দেবে পেটিএম।
কোম্পানির প্রতিষ্ঠাতা বিজয়শেখর শর্মা জানান, CoWin ভ্যাকসিনেটর অ্যাপের বিকল্প তৈরি করতেই পেটিএম-এ নতুন টুল আনা হয়েছে। ভ্যাকসিন ফাইন্ডার এই টুলের মাধ্যমেই কাছের টিকাকরণ কেন্দ্র সম্পর্কে, কোভিড ভ্যাকসিনের স্লট বুকিংয়ের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে। জেলার নাম বা পিন কোড দিলেই কাছের কোন সেন্টারে টিকা রয়েছে তাও জানিয়ে দেবে। আসবে নোটিফিকেশন। কোনও সেন্টারে ভ্যাকসিনের স্লট পাওয়া গেলেই নোটিফিকেশন চলে আসবে গ্রাহকের কাছে। ১৮ বা ৪৫ ঊর্ধ্বের ব্যক্তিরা এই অ্যাপে নিজেদের জন্য স্লট খুঁজতে পারবেন। সাধারণত পরবর্তী চার সপ্তাহের জন্য স্লট খুঁজে দেয় ভ্যাকসিন ফাইন্ডার।
স্লট পেয়ে গেলে ভ্যাকসিন নেওয়ার দিন ঠিক করতে হবে গ্রাহককে যা সরাসরি গ্রাহককে CoWin অ্যাপে পাঠিয়ে দেবে পেটিএম। তবে এই অ্যাপের মাধ্যমে স্লট বুক করতে পারবেন না গ্রাহক। CoWin ওয়েবসাইট বা অ্যাপেই আবেদনকারীকে আবেদন করতে হবে।
কীভাবে পেটিএম অ্যাপ থেকে ভ্যাকসিনের স্লটের বিষয়ে জানবেন ?
প্রথমে Paytm অ্যাপ আইওএস বা অ্যান্ড্রয়েডে খুলুন।
মিনি অ্যাপ স্টোর সেকশনে স্ক্রোল করে যান
Vaccine Finder অপশন দেখতে পাবেন
নাহলে All লেখার ওপর ট্যাপ করুন
কোভিড ১৯ ভ্যাকসিনেশন অ্যাপয়েন্টমেন্ট ব্যানার খুলে যাবে
পিন কোড বা জেলার নাম দিয়ে ১৮প্লাস ও ৪৫ প্লাস বছরের গ্রাহকরা সিলেক্ট করুন
Check Availability অপশনে ক্লিক করুন
স্লট ফাঁকা না পেলে 'নোটিফাই মি'-তেও ক্লিক করতে পারেন
সেক্ষেত্রে স্লট পেলেই নোটিফিকেশন চলে আসবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊