কোচবিহার জেলার বিধানসভা ভিত্তিক ফল
উত্তরবঙ্গের প্রান্তিক জেলা কোচবিহার। সেই কোচবিহারের শীতলকুচি চতুর্থ দফার ভোটে খবরের শিরোনামে উঠে আসে। নয় বিধানসভা ভিত্তিক কোচবিহার জেলা। মেখলিগঞ্জ, মাথাভাঙা, সিতাই, শীতলখুচি, দিনহাটা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, নাটাবাড়ি, তুফানগঞ্জ - এই নয় বিধানসভার সমষ্টি কোচবিহার। এবছর একাধিক উল্লেখযোগ্য প্রার্থীর লড়াই ছিল এই আসন গুলিতে। চলুন দেখে নৈওয়া যাক একনজরে ফলাফল-
মেখলিগঞ্জ:
জয়ী: পরেশচন্দ্র অধিকারী - তৃণমূল কংগ্রেস- ১৪৭৯৯ ভোটে জয়ী
মাথাভাঙা:
জয়ী: সুশীল বর্মন - বিজেপি- ২৫৬৭৫ ভোটে জয়ী
সিতাই:
জয়ী: জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া - তৃণমূল কংগ্রেস-১০,১১২ ভোটে জয়ী
শীতলখুচি:
জয়ী: বরেন চন্দ্র বর্মন - বিজেপি - ১৭৮১৫ ভোটে জয়ী
দিনহাটা:
জয়ী: নীশিথ প্রামাণিক - বিজেপি-৫৭ ভোটে জয়ী
কোচবিহার উত্তর:
জয়ী: সুকুমার রায় - বিজেপি- ১৪৬১৫ ভোটে জয়ী
কোচবিহার দক্ষিণ:
জয়ী: নিখিল রঞ্জন দে - বিজেপি- ৪৯৩১ ভোটে জয়ী
নাটাবাড়ি:
জয়ী: মিহির গোস্বামী - বিজেপি- ২৩৪৪০ ভোটে জয়ী
তুফানগঞ্জ
জয়ী: মালতি রাভা রায় - বিজেপি- ৩১২৫৮ ভোটে জয়ী
পুরো বাংলা জুড়ে ঘাসফুলের ছড়াছড়ি। কিন্তু কোচবিহার জেলার নয় বিধানসভার সাতটিতেই পদ্ম এবং বাকি দুই বিধানসভায় ঘাসফুল। তবে, বেশ কয়েকটি আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই জয়। কোচবিহারের একাধিক সিটে বলা চলে হাইভোল্টেজ লড়াই ছিল।
শীতলখুচিতে প্রার্থী ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। কিন্তু, শীতলখুচি অধরাই থেকে গেল তৃণমূলের। অন্য দিকে দিনহাটা বিধানসভায় তৃণমূলের প্রার্থী ছিলেন দিনহাটার প্রবীণ দাপুটে নেতা উদয়ণ গুহ। দিনহাটাকে উদয়ণ গুহের গড় বলা হয়। সেই দিনহাটাতেও হার তৃণমূলের। দিনহাটায় উদয়ণ গুহের বিপক্ষে ছিলেন অপর এক হেভিওয়েট নেতা নিশীথ প্রামাণিক। বিজেপির টিকিটে কোচবিহার জেলার সাংসদ নীশিথ প্রামাণিক। শেষ হাসিটা তিনিই হাসলেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊