জলপাইগুড়ি জেলার বিধানসভা ভিত্তিক ফলাফল
১)জলপাইগুড়ি বিধানসভায় ৯৪১ ভোটে জিতেছেন তৃনমূল প্রার্থী প্রদীপকুমার বর্মা।
২)ময়নাগুড়ি বিধানসভায় ১১৯১১ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী কৌশিক রায়।
৩)ডাবগ্রাম- ফুলবাড়ি বিধানসভায় ২৭৫৯৩ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী।পরাজিত হেভিওয়েট তৃনমূল প্রার্থী গৌতম দেব।
৪)ধুপগুড়ি বিধানসভায় ৪৩৫৫ ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায়।
৫)রাজগঞ্জ বিধানসভায় ১৫৭৭৩ ভোটে জিতেছেন তৃনমুল প্রার্থী খগেশ্বর রায়।
৬)মালবাজার বিধানসভায় ৫৪৬৫ভোটে জিতেছেন তৃনমূল প্রার্থী বুলুচিক বড়াইক।
৭)নাগরাকাটা বিধানসভায় ২৩৪৭৫ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী পুনা ভেংরা।
মোট বিধানসভা -৭টি
- বিজেপি-৪টি
- তৃনমূল -৩টি
- সংযুক্ত মোর্চা-০
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊