দলে ফেরার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি সোনালী গুহের






টিকিট না পাওয়ায় তৃণমূল ছেড়েছেন সোনালী গুহ। যোগ দিয়েছিলেন বিজেপিতে। এবার দলে ফেরার জন্য আবেগঘন চিঠি দিয়ে এবার দলের ফেরার কথা জানালেন সোনালী গুহ। সোনালি গুহ সাতগাছিয়ার চারবারের বিধায়ক কিন্তু একুশের নির্বাচনে টিকিট দেয়নি তৃণমূল। এরপরেই দীর্ঘদিন একসঙ্গে থাকার একটা দাম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। ভালোই সম্মান পেলাম। আক্ষেপ জানিয়েই দল ছেড়েছেন তিনি।




এদিন টুইটারে একটি খোলা চিঠি পোস্ট করে সোনালী গুহ তৃণমূলে ফেরার কথা জানালেন, এদিন সেই খোলা চিঠি দিয়ে তিনি লিখেছেন, ‘আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ জল ছাড়া বাঁচে না, আমি আপনাকে ছাড়া বাঁচব না। আমি ক্ষমাপ্রার্থী, আমাকে ক্ষমা করে দিন। বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন।’




তিনি জানাচ্ছেন বুঝতে পেরেছেন যে, ভুল করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এখনও কোনও বার্তা পাননি বলেও জানিয়েছেন। কথা হয়নি এখনও। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিজেপি নেতৃত্বকে দল ছাড়ার বিষয়টি জানানোর প্রয়োজনও মনে করছেন না তিনি।