ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য জুড়ে হিংসার চিত্র উঠে আসছে বারে বারে। ভোট-পরবর্তী হিংসা রাজ্যে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ভোট পরবর্তী হিংসায় যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য। যে দলের কর্মী খুন হয়েছেন, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য। অর্ধেক বিজেপি ও অর্ধেক তৃণমূল কর্মী মারা গেছেন।’
বিজেপিকে সংযত হওয়ার সতর্ক করে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন কমিশনের অধীনে আইনশৃঙ্খলা থাকাকালীন ১৬ জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায় আসা নিয়ে প্রশ্ন তুলে মমতা বললেন, ‘করোনায় বন্ধ মিটিং-মিছিল, তাও কেন কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায়? ভোট পরবর্তী হিংসা না হওয়ার জন্য শান্তির বার্তা দিয়েছি। সংযত হোক বিজেপি, মানুষের রায় মেনে নিন।’ এদিকে, আজ দিনহাটায় আক্রান্ত হল উদয়ন গুহ। সেপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহারে গুণ্ডামি একটু বেশি হচ্ছে। উদয়নের হাত ভেঙে দেওয়া হয়েছে। যেখানে বিজেপি আসন বেশি পেয়েছে, সেখানে গুণ্ডামি বেশি হচ্ছে। গুণ্ডামিতে বেশি উস্কানি দিচ্ছে বিজেপি।
ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল সে বিষয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘অক্সিজেন, ভ্যাকসিন নেই তখন কেন কেন্দ্রীয় দল আসে না? দিল্লির দাঙ্গার পর কেন্দ্রীয় দল আসে না।’আরও বলেন, ‘কেন্দ্রীয় দল আসতেই পারে, কিন্তু কেউ এলে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে। বাংলার বাইরে থেকে কেউ এলে আরটিপিসিআর পরীক্ষা জরুরি।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। বিজেপি ফেক ভিডিও ছড়াচ্ছে, মিথ্যা কথা রটানো হচ্ছে। বাংলার বদনাম করার চেষ্টা করছে বিজেপি।’
পাশাপাশি এদিন রাজ্যপালকে একহাত নেন। তিনি বলেন, ‘রাজ্যপালের কোনও কাজ নেই, সারাদিন ট্যুইট করেন, প্রতিক্রিয়া দেব না।’তিনি যোগ করেন, ‘মহিলারা তৃণমূলকে ভোট দিয়েছে বলে মিথ্যা রটনার চেষ্টা। মন্ত্রীরা এসে প্ররোচনা দিচ্ছে, এগুলি বন্ধ করুন।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊