করোনার কোপে ভাইকে হারালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়





করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেজ ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে করোনা আক্রান্ত হয়ে গত এক মাস ধরে বাইপাসের মেডিকা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ একমাস লড়াই করার পর আজ সকালে লড়াইয়ে ইতি টেনে পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। শোকস্তব্ধ পরিবার।




কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রীর ভাই। বেশ কিছুদিন ধরে করোনা আক্রান্ত ছিলেন তিনি। সেখানেই আজ সকাল ৯টা ২০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়। খবর নিশ্চিত করেছেন মেডিকার চেয়ারম্যান ডা. অলোক রায়। কোভিড বিধি মেনে যথাযথভাবে নিমতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে বলে জানা গিয়েছে।শোকস্তব্ধ গোটা পরিবার।



দিনের পর দিন রাজ্যেও করোনা সংক্রমণ বেড়ে চলছে চলছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জনের। মৃত্যু হয়েছে রেকর্ড ১৩৬ জন করোনা আক্রান্তের। লাগাতার ১০ দিন দৈনিক করোনায় মৃত্যুর সংখ্যা ১০০-র বেশি হচ্ছে।