শীতলকুচিকাণ্ডে CISF-এর দুই অফিসার-সহ ছয় জওয়ানকে তলব CID-র






শীতলকুচিকাণ্ডে CISF-এর দুই অফিসার-সহ ছয় জওয়ানকে তলব CID-র । জওয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য় ইতিমধ্য়ে সিআইএসএফ-এর আইজি-কে চিঠি দিয়েছে CID। মঙ্গলবার বেলা ১১টার সময় ভবানীভবনে তাঁদের হাজিরা দিতে হবে তাঁদের। এদের মধ্যে রয়েছেন একজন ডেপুটি কম্যানডেন্ট, চারজন কনস্টেবল ও একজন ইনস্পেকটর পদমর্যাদার অফিসার। সূত্রের খবর, সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।




সূত্রের খবর, ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানানো হলে সেই আবেদন খারিজ করেছে সিআইডি। সশরীরে হাজিরা দিতে হবে। এদিকে, সেক্টর অফিসার এএসআই রাফা বর্মন এবং QRT অফিসার এএসআই সুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করেন সিআইডি-র তদন্তকারীরা। মাথাভাঙা থানার তদন্তকারী অফিসারকেও জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। রাজ্যে ক্ষমতায় আসার পর শীতলকুচি কাণ্ডের তদন্তের আশ্বাস দিয়েছিলেন মমতা। আর ঠিক তাই হচ্ছে। চলছে তদন্ত।




প্রসঙ্গত, রাজ্য বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় কোচবিহারের শীতলকুচি বিধানসভার জোড় পাটকি বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রান হারান চার জন। এরপরেই উত্তাল হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। যদিও, বাহিনীর তরফে আত্মরক্ষায় গুলি চালানো হয়েছিল বলে দাবি করা হয়েছিল। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তদন্তের নির্দেশ দেন। এরপরেই চলছে তদন্ত।