শক্ত হাতে লক ডাউন সফল করতে পথে নামল বর্ধমান পুলিশ



বর্ধমান 

শক্তহাতে লক ডাউন সফল করতে পথে নামলো বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা।সহ বর্ধমান সদর থানার বিশাল পুলিশ বাহিনী। কোনো কারন বর্তাতে না পাড়লে ফিরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে।



রাজ্যসরকারের ডাকা লক ডাউনের আজ তৃতীয় দিন।রাজ্যে কভিড সংক্রমণ রুখতে গোটা বাংলা জুড়ে লক ডাউনের সিদ্ধান্ত নিলো রাজ্যসরকার।গত রবিবার থেকে রাজ্যে শুরু হয় লক ডাউন। চলবে ৩০ শে মে পর্যন্ত। রাজ্যসরকারের ডাকা লক ডাউনের নির্দশিকায় বলা হয়েছে,সকাল সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত খোলা থাকবে সবজি, মাছ, মাংশ, মুদি দোকান। বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান। বেলা বারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত খোলা থাকবে কাপড়ের দোকান।



এর-ই মধ্যে অ-কারনে পথে বেড়োচ্ছেন অনেক মানুষ। আজ এই অ-কারনে পথে বেরোনো মানুষদের বাড়ি ফেরালো বর্ধমান থানার পুলিশ ও বর্ধমান ট্রাফিক পুলিশ।যদিও রাজ্য সরকারের ডাকা লক ডাউন সফল করতে রবিবার দিনি রাস্তায় নেমেছিলেন পূর্ব বর্ধমান জেলা অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহরায়।আজ রাস্তায় নামলেন বর্ধমান সদর থানার আই সি পিন্টু সাহা।