ছেলেদের ‘গোঁফ আর চোখ’ এই দুটো দেখলেই আমার মনের ঘণ্টি বেজে ওঠে-দেবাদৃতা
বর্তমানে টিভি সিরিয়ালের টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা দেবাদৃতা। সুন্দরী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সম্প্রতি মনের গোপন কথা ফাঁস করলেন তিনি। জানালেন- কোনও পুরুষের মধ্যে কোন জিনিসটা তাঁর সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে।
দেবাদৃতার জন্ম ৩ অক্টোবর ২০০১ সালে ভারতের কলকাতা শহরে। তিনি সঞ্জয় বসু ও শুক্লা বসুর জ্যেষ্ঠ কন্যা এবং কিংবদন্তি ফুটবল খেলোয়াড় এবং মোহন বাগানের প্রাক্তন ক্যাপ্টেন বিদেশ বসুর নাতনি ।
তার অভিনয় জীবনের শুরু থিয়েটার গ্রুপ হ য ব র ল দিয়ে হয়েছিল । মাত্র ৮ বছর বয়স থেকেই এখানে অভিনয় করতো দেবাদৃতা। তারপরে সেখান থেকে টিভি ধারাবাহিকে কাজ করার জন্য অডিশনের মাধ্যমে সুযোগ পায়। কলকাতায় বাংলা চ্যানেল জি বাংলাতে ধারাবাহিক ' জয়ী ' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় দিয়ে যাত্রা শুরু হয়।
সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সারছিলেন দেবাদৃতা। সেখানেই এক অনুরাগী তাকে এ বিষয়ে প্রশ্ন করেন। দেবাদৃতা স্পষ্ট জানান, ছেলেদের ‘গোঁফ আর চোখ’ এই দুটো দেখলেই আমার মনের ঘণ্টি বেজে ওঠে।
প্রসঙ্গত, গত মাসেই সামনে এসেছে স্টার জলসায় ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’র প্রমো। সেখানে মীরাবাঈ রূপে দেখা যাবে দেবাদৃতাকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊