ছেলেদের ‘গোঁফ আর চোখ’ এই দুটো দেখলেই আমার মনের ঘণ্টি বেজে ওঠে-দেবাদৃতা 

picture credit: Debadrita Basu insta


বর্তমানে টিভি সিরিয়ালের টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা দেবাদৃতা। সুন্দরী এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়। সম্প্রতি মনের গোপন কথা ফাঁস করলেন তিনি। জানালেন- কোনও পুরুষের মধ্যে কোন জিনিসটা তাঁর সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগে।

দেবাদৃতার জন্ম ৩ অক্টোবর ২০০১ সালে ভারতের কলকাতা শহরে। তিনি সঞ্জয় বসু ও শুক্লা বসুর জ্যেষ্ঠ কন্যা এবং কিংবদন্তি ফুটবল খেলোয়াড় এবং মোহন বাগানের প্রাক্তন ক্যাপ্টেন বিদেশ বসুর নাতনি ।

picture credit: Debadrita Basu insta



তার অভিনয় জীবনের শুরু থিয়েটার গ্রুপ হ য ব র ল দিয়ে হয়েছিল । মাত্র ৮ বছর বয়স থেকেই এখানে অভিনয় করতো দেবাদৃতা। তারপরে সেখান থেকে টিভি ধারাবাহিকে কাজ করার জন্য অডিশনের মাধ্যমে সুযোগ পায়। কলকাতায় বাংলা চ্যানেল জি বাংলাতে ধারাবাহিক ' জয়ী ' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় দিয়ে যাত্রা শুরু হয়।

picture credit: Debadrita Basu insta


সম্প্রতি ইনস্টাগ্রামে ফ্যানেদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব সারছিলেন দেবাদৃতা। সেখানেই এক অনুরাগী তাকে এ বিষয়ে প্রশ্ন করেন। দেবাদৃতা স্পষ্ট জানান, ছেলেদের ‘গোঁফ আর চোখ’ এই দুটো দেখলেই আমার মনের ঘণ্টি বেজে ওঠে।

source: HT



প্রসঙ্গত, গত মাসেই সামনে এসেছে স্টার জলসায় ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’র প্রমো। সেখানে মীরাবাঈ রূপে দেখা যাবে দেবাদৃতাকে।