গা শিউরে ওঠা ফটোশুট অ্যাঞ্জেলিনা জোলির, দেখলে চমকে যাবেন আপনিও 




গা শিউরে ওঠা ফটোশুট অ্যাঞ্জেলিনা জোলির। সারা শরীরে জীবন্ত মৌমাছি নিয়ে ক্যামেরার সামনে তিনি। জীবন্ত মৌমাছি গুলো হাটা চলা করছে, শরীর থেকে গলা পেরিয়ে মুখ, নাক, কানে পৌঁছে গেছে মৌমাছি। কিন্তু বিরক্তির এতটুকু লেশ মাত্র নেই চোখে মুখে। অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির এই ফটোশুট একদিকে যেমন প্রশংসা কুড়োচ্ছে তেমনি গা শিউড়ে উঠছে।




জানা যাচ্ছে টানা ১৮ মিনিট এভাবেই মৌমাছি গায়ে নিয়ে দাঁড়িয়ে ছিলেন অ্যাঞ্জেলিনা। বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষ্যে বিশেষ এই ফটোশুটটি করেছেন হলিউড অভিনেত্রী। মৌমাছি সংরক্ষণের অন্যতম পথিকৃৎ অ্যান্টন ইয়ানসার সম্মানে চলতি বছর ২০ মে পালন করা হয় এই দিনটি। ফটোশুটের মাধ্যমে মৌমাছি সংরক্ষণের বার্তা দিতে চেয়েছেন তিনি। রিচার্ড আ্যাভেডনের বিখ্যাত পোট্রেট ‘দ্য বি কিপার’ থেকে অনুপ্রাণিত হয়েই শুটিং করেছেন।




কড়া নিরাপত্তায় হয়েছিল এই স্যুটিং। মৌমাছির হাত থেকে সকলেই বিশেষ স্যুট পরে ছিলেন। এমনকি শ্যুটিং-র জায়গা বাদে বাকি সব জায়গা অন্ধকার রাখা হয়েছিল। মৌমাছিরা যাতে হলিউড অভিনেত্রীর দিকে আকর্ষিত হয় তার জন্য ফেরোমন নামের রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। স্থির হয়ে দাঁড়িয়ে এমনভাবে ফটোশ্যুট করেছেন অ্যাঞ্জেলিনা যে সকলেই মুগ্ধ তাঁর ধৈর্য্য ও দক্ষতা দেখে।