কতদিন বন্ধ থাকবে লোকাল ট্রেন? স্পষ্ট করলো নবান্ন






তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই বুধবার করোনা মোকাবিলায় একাধিক বিধি নিষেধ জারি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঁধে দেন দোকান বাজার খোলার সময়। বিয়ে বাড়ি থেকে যেকোনো অনুষ্ঠানের উপস্থিতির সংখ্যাও। পাশাপাশি, তিনি আরও জানিয়ে দেন আগামীকাল করোনা পরিস্থিতির জের বন্ধ থাকছে সকল লোকাল ট্রেন। তবে, এই ঘোষণার পরেই জল্পনা দানা বাঁধে কত দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? অবশেষে তা বিজ্ঞপ্তি দিয়ে স্পষ্ট করলো নবান্ন।




মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে করোনা সম্পর্কিত সমস্ত বিধি নিষেধ জানানোর পাশাপাশি ট্রেন পরিষেবা আগামী ১৪ দিনের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে আগামিকাল ৬ মে থেকে ১৯ মে পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকবে। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মেট্রো পরিষেবা ও গণ পরিবহণেও রাশ টাঙা হয়েছে। অর্ধেক সংখ্যক গণ পরিবহণ চলবে বলেও জানানো হয়েছে।




প্রসঙ্গত, করোনা মোকাবিলায় ব্যাঙ্ক সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। এদিকে বাজার ঘাট সকাল ৭টা থেকে ১০ টা এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে বলে জানানো হয়েছে। সরকারী অফিসে ৫০ শতাংশ হাজিরা এবং বেসরকারি ক্ষেত্রে ৫০ শতাংশ ওয়ার্ক হোম করাতে হবে।যাবতীয় শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, সিনেমা হল, স্পা, রেস্তোরাঁ, সুইমিং পুল, জিম, স্পোর্টস কমপ্লেক্স বন্ধ থাকবে। কলকারখানা, মিল এবং চা বাগানে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। সকল প্রকার জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।