Latest News

6/recent/ticker-posts

Ad Code

একদিনের জন্য বসছে বিধানসভা অধিবেশন

একদিনের জন্য বসছে বিধানসভা অধিবেশন




আগামী শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশনের ডাক দেওয়া হয়েছে।


বাড়ছে করোনা সংক্রমণ;এই পরিস্থিতির জেরে সব নিয়মে যেমন বদল আসছে।তেমনই বিধায়কদের শপথগ্রহণের ক্ষেত্রেও প্রথা ভেঙে একাধিক পরিবর্তন করা হয়েছে।



সূত্রের খবর অনুযায়ী, নিয়মরক্ষার স্বার্থে আগামী শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশনের ডাক দেওয়া হয়েছে। কোভিড বিধি মানতে এই প্রথমবার আলাদা আলাদা ভাবে শপথগ্রহণ করবে বিধায়করা। আগামিকাল এবং পরশু দুভাগে এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।



বৃহস্পতিবার প্রথমভাগে ৭৪ জন এবং দ্বিতীয় ভাগে ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। আগামী ৭ মে দ্বিতীয় দফার শপথগ্রহণ হবে। সেখানে দুই দফাতে ৭৪ জন করে বিধায়ক শপথ নেবেন।বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। পরবর্তী স্পিকার অবশ্য নির্বাচিত হয়েছেন বারুইপুরে বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়।



বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পর আগামী ৮ মে একদিনের অধিবেশন বসবে বিধানসভায়।বিধানসভার উদ্বোধন করবেন রাজ্যপাল জগদীপ ধনখড়।



বিমান বন্দ্যোপাধ্যায় সেই দিনই পরবর্তী স্পিকারের দায়িত্ব নেবেন।এই অনুষ্ঠান উপলক্ষে ইতিমধ্যেই সমস্ত বিধায়কদের অরিজিনাল সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটো আনতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code