Latest News

6/recent/ticker-posts

Ad Code

গান গেয়ে করোনার সচেতনতা প্রচার স্বেচ্ছাসেবী সংগঠনের

গান গেয়ে করোনার সচেতনতা প্রচার স্বেচ্ছাসেবী সংগঠনের




মধুসূদন রায়, ময়নাগুড়িঃ 

দেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ , সেই সংক্রমণ রুখতে আগামীকাল থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে লকডাউন । এদিন মানুষকে সচেতন করতে ময়নাগুড়ি ফ্রেন্ডস ফাউন্ডেশনের ডাকে সাড়া দিয়ে ময়নাগুড়ির পেটকাটি এলাকার নিম্নবিত্ত ঘরের মেয়ে মিষ্টু সরকার গান গেয়ে মানুষের মধ্যে করোনার সচেতনতা প্রচার করল দিনভর । সংগঠনের সদস্যরা জানায়, বিভিন্ন সময়ে সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তারা । 


ময়নাগুড়ি হাসপাতাল পাড়া, ট্রাফিক মোড়, নতুনবাজার, দুর্গাবাড়ি , সিনেমাহল মোড় , জাগৃতি মোড় সহ শহরের পার্শ্ববর্তী এলাকায় গিয়ে করোনার সচেতনতা গান ও আবৃত্তি দিয়ে মানুষকে সচেতন করা হয় এবং পাশাপাশি মাস্ক বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে । এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সুব্রত মন্ডল সহ অন্যান্যরা ।



ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি সুব্রত মন্ডল বলেন, "এই কঠিন পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা খুবই জরুরি, নাহলে এই বিশ্বে করোনা বিশাল মহামারির আঁকার ধারন করবে, তাই মানুষকে সচেতন করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code