Latest News

6/recent/ticker-posts

Ad Code

ঘূর্ণিঝড় ইয়াশের ঝোরো হাওয়াতে ভেঙে পড়লো দোতলা বাড়ি

ঘূর্ণিঝড় ইয়াশের ঝরো হাওয়াতে ভেঙে পড়লো দোতলা বাড়ি




প্রতিনিধি সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 


ইয়াসের বিক্ষিপ্ত বৃস্টি আর দমকা হাওয়াতে ভেঙ্গে পড়লো বর্ধমান পৌরসভার ১০ নং ওয়ার্ডের একটি পুরোনো দোতলা বাড়ির এক অংশ।ভাঙ্গা ছাদথেক পরে জখম হন এক বৃদ্ধ মহিলা।দেওয়ালে ফাটল ধরেছে বাড়িটির অপর অংশে।তবুও বাড়ি থেকে বেরতে চাইছেন না গৃহ কর্তা। 




ঘূর্ণিঝড় যশ এর প্রভাব পড়েছে বর্ধমানে।গত কয়েক দিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি বইছে দমকা হাওয়া। গত কাল রাতভর বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়ায় বর্ধমান পৌরসভার ১০ নং ওয়ার্ডের ইছলা বাদ এলাকায় ভেঙে পড়ে পুরোনো দোতলা বাড়ীর এক অংশ।ফাটল ধরেছে দোতলা বাড়িটির অপর অংশে।বিপজ্জনক অবস্থায় রয়েছে দোতলা বাড়িটির পিছনের অংশ। যেকোনো মুহূর্তেই ভেঙ্গে পড়তে পাড়ে। বাড়ির ভাঙা দেওয়ালে চাপা পড়ে জখম হন ৭৫ বছরের পূর্ণিমা মুখার্জী। স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বর্ধমান জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা।




গৃহকর্তা লালু মুখার্জী বলেন বিধ্বস্ত অবস্থায় পরে আছি।সকালে দমকা হাওয়ার সময় দোতলা বাড়ির ছাদের একটা অংশ ভেঙ্গে পরেছে।সেই সময় মা ছাদে ছিলো।পড়ে গিয়ে জখম হয়।প্রতিবেশী দের সহযোগিতায় সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।লালু বাবু বলেন বাড়ির একটা অংশ একটু কমজুড়ি হয়ে ছিলো সেটি ভেঙ্গে পড়েছে।অপর অংশটি একটু কমজুড়ি আছে ঠিকি তবে বাড়ি ঢোকার মুখের অংশটি ঠিক আছে সেখানে থাকা যাবে। 




স্থানীয় বাসিন্দা সেখ আবদুল বলেন সকালে দমকা হাওয়ার সময় হঠাতই দেখি বাড়ির একটা অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়ে। ভাঙা দেওয়ালে চাপা পড়ে জখম হন বৃদ্ধ পূর্ণিমা দেবী। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ির সকল পরিবার দের অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছে।জেল প্রশাসনের ব্যক্তিরাও অন্যত্র সরে যাওয়ার জন্য বলেছেন বলে জানান লালু বাবু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code