Latest News

6/recent/ticker-posts

Ad Code

আতঙ্কের মাঝে স্বস্তি! কিছুটা কমলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ

আতঙ্কের মাঝে স্বস্তি! কিছুটা কমলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ




ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কের মাঝেই স্বস্তির খবর। কিছুটা কমলো রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যে করোনা সংক্রমণ নামল ১৭ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। তবে চিন্তা রয়েছে মৃত্যু নিয়ে। কিন্তু গতকালের তুলনায় আজকে মৃত্যুর একটু কম। গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ১৫৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ৭১ জন।



স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। সম্ভবত ইয়াস ও লক ডাউনের কারণে কিছুটা কম হয়েছে পরীক্ষার সংখ্যা ফলে সংক্রমণের সংখ্যাও কম। গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৯৭৬ জনের নমুনা যাচাই করা হয়েছে। তাঁর মধ্যে পজিটিভ কেস রয়েছে ১৬২২৫। সংক্রমণের হার ১০.৮৭%।গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৭১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৮.৫২%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৩৭৭ জন।



দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। মোট আক্রান্তের সংখ্যা ৩,৪২৭ জন। দ্বিতীয় স্থানে কলকাতা একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ২,৩৭৮ জন।হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ১১৮৭, ১১৮৪ ও ১২৬৫।দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে উত্তর ২৪ পরগনা। মোট মৃত্যু হয়েছে ৩৭ জনের। এরপরেই রয়েছে কলকাতা। একদিনে মৃত্যু হয়েছে ৩০ জনের। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১১,৭৯, ৯৯৯।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code