দ্বিতীয় বর্ষ পূর্ণ হল 'সংবাদ একলব‍্য' অনলাইন নিউজ পোর্টালের





পৃথিবী আজ অসুস্থ। চারিদিকে মানব সমাজ অস্তিত্বের লড়াইয়ে সামিল। এই পরিস্থিতির মধ‍্য দিয়ে আজ দ্বিতীয় বর্ষ পূর্ণ হল 'সংবাদ একলব‍্য' অনলাইন নিউজ পোর্টালের। ২০১৯-এর ২৩শে মে একলব‍্য প্রকাশনীর উদ‍্যোগে পথ চলা শুরু করে এই পোর্টাল। দ্বিতীয় বর্ষের আরম্ভের শুভলগ্নে মুখ‍্য সম্পাদকের দায়িত্ব ভার গ্রহন করে একটা বছর অতিক্রম হল। 

এই দুটো বছর অনেকের সহযোগিতা, সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রম এবং সংবাদ একলব‍্য পরিবারের নিপুন দক্ষতা ও পরিশ্রমে আজ সংবাদ জগতে বেশ কিছুটা স্থান দখল করেছে সংবাদ একলব‍্য। সকল গুনমুগ্ধ পাঠক, দর্শকদের হাত ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চলছি... চলবো এই আশা রাখি। এই শুভদিনে সকলকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা এবং ধন‍্যবাদ। সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।


করোনা অতিমারীর দুর্যোগে সকলে স্বাস্থ‍্যবিধি মেনে চলবেন। সচেতন থাকবেন অপরকে সচেতন রাখবেন। আমরা আবার সুস্থ পৃথিবী দেখবো এই প্রত‍্যাশায় রয়েছি... 


ধন‍্যবাদান্তে

আরিফ হোসেন
মুখ‍্য সম্পাদক
সংবাদ একলব‍্য
www.sangbadekalavya.in