বাতিল হচ্ছে না ২০২১ এর CBSE বোর্ড পরীক্ষা, সময়সূচী ঘোষণা হতে পারে জুনে


করোনা সংক্রমণের জেরে পরীক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিলো। জুন মাসে সেই পরীক্ষা হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আরো চিন্তাভাবনার পথে হাঁটছে কেন্দ্র। যদিও পরীক্ষা বাতিলের কোনো সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর। পরীক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন এনে জুন মাসের পরিবর্তে জুলাই মাসে পরীক্ষা নেওয়ার কথা ভাবছে কেন্দ্র।


রবিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল CBSE দ্বাদশ শ্রেণী ও অন্যান্য প্রবেশিকা পরীক্ষা নিয়ে আলোচনা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের সূত্রে খবর বেশিরভাগ রাজ্যগুলি পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল রাজ্য সরকারগুলিকে দ্বাদশ শ্রেণির সিবিএসই পরীক্ষা এবং অন্যান্য পেশাদার কোর্সে প্রবেশের পরীক্ষাগুলির বিষয়ে আগামী ২৫ মে'র মধ্যে তাদের বিস্তারিত সিদ্ধান্ত জানানোর জন্য অনুরোধ করেছেন। সমস্ত দিক পর্যালোচনা করে শিক্ষামন্ত্রী রমেশ পোখালিয়াল আগামী ১ জুন সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করবেন। একই সঙ্গে পরিবর্তিত পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও জানাবেন তিনি। পুরো প্রক্রিয়াটি সেম্পম্বর পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।