‘ইয়াস’এর ফলে উদ্ভুত পরিস্থিতির মোকাবিলার প্রস্তুতি নিয়ে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটির বৈঠক





বঙ্গোপসাগরে সৃষ্ট সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়াসের ফলে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলা প্রস্ততি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করে জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কমিটি। এই বৈঠকে কেন্দ্র, বিভিন্ন রাজ্যসরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কর্মকর্তারা যোগ দেন।

ভারতীয় আবহাওয়া দপ্তরের মহানির্দেশক ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কমিটির সদস্যদের জানিয়েছেন। এই ঘূর্ণিঝড় ২৬শে মে সন্ধ্যেবেলা পশ্চিমবঙ্গ এবং সন্নিহিত উত্তর ওডিশার উপকূলে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পরবে। এর ফলে এই রাজ্য দুটির উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে নিচু এলাকাগুলি থেকে মানুষদের সরিয়ে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। এছাড়াও প্রয়োজনীয় খাদ্যশস্য, পানীয় জল ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত করা হয়েছে। বিদ্যুৎ, টেলি-যোগাযোগ ইত্যাদির পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬৫টি দল ঘটনাস্থলে রয়েছে। আরো ২০টি দলকে প্রয়োজনে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনী জাহাজ ও বিমানের সাহায্যে ত্রাণ ও উদ্ধারকাজ চালনোর জন্য সবরকমের প্রস্তুতি নিয়েছে।

হাসপাতাল এবং কোভিড কেয়ার কেন্দ্রগুলিতে নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশজুড়ে কোভিড চিকিৎসার জন্য অক্সিজেন উৎপাদন ও সরবরাহ যাতে বজায় থাকে সেদিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এদিনের বৈঠকে জানানো হয়েছে ।