কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন মহুকুমার কোভিড-১৯ সংক্রান্ত হেল্পলাইন নাম্বার Download PDF
এক কঠিন সময়ের সম্মুখীন গোটা বিশ্ব। আজ করোনার মতো বৈশ্বিক মহামারী কবলিত মানুষের সংখ্যায় বিরাম নেই। মৃত্যু মিছিলে স্বজন হারার কান্না। রোগাক্রান্ত হয়ে গৃহবন্দী কত শত। সমগ্র বিশ্বের সাথে সাথে করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল রাজ্য। এমন পরিস্থিতিতে এগিয়ে এলো কোচবিহার জেলা প্রশাসন।
কোচবিহার জেলা জুড়ে বিভিন্ন মহুকুমার কোভিড-১৯ সংক্রান্ত হেল্পলাইন নাম্বার চালু করেছে। দেখেনিন সেই হেল্পলাইন নাম্বার গুলো যা আপনার প্রয়োজনে আসতে পারে। নিউজটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের, যাতে তাঁদের প্রয়োজনে কাজে লাগে।
অ্যাডিশনাল হেল্পলাইন 900226 3333. সাধারণ হেল্পলাইন - 03582 227114. টেলিমেডিসিন পরিষেবা নাম্বার- 8653004886. 8653004887. 8653004888-এর সাথে সাথে কোচবিহার জেলার বিভিন্ন মহাকুমা গুলির হেল্পলাইন নাম্বার ও চালু রয়েছে ।
স্ক্রল করে দেখে নিন- আর pdf Download করতে ক্লিক করুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊