রক্তাক্ত শিক্ষাঙ্গন! স্কুলে অতর্কিত হামলায় মৃত্যু হল ১১ জন পড়ুয়ার




রক্তাক্ত শিক্ষাঙ্গন। বন্দুকবাজদের অতর্কিত হামলায় রাশিয়ার স্কুলে মৃত্যু হল ১১ জন পড়ুয়ার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকেই। ইন্টারফ্যাক্স জানিয়েছে যে আটজন ছাত্র এবং একজন শিক্ষক নিহত হয়েছেন। রাশিয়ার টাটারস্থানের রাজধানী কাজান শহরের একটি স্কুলে ভয়াবহ এই হামলায় ১৯ বছরের এক তরুণ বন্দুকবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।



রাশিয়ার সংবাদ সংস্থা RIA অনুসারে, শহরের এক স্কুল বিল্ডিংয়ের চারতলায় হামলা চালায় বন্দুকবাজরা। ১৭৫ রাউন্ড গুলি চলেছে বলে জানা গেছে। শোনা গেছে বিস্ফোরণের শব্দও। ইতিমধ্যে, এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও। ভিডিও গুলিতে দেখা গেছে, অনেকেই প্রান ভয়ে পালানোর চেষ্টা করেছে এমনকি তিনতলা থেকে ঝাঁপ দিতেও দেখা গেছে এক পড়ুয়াকে। খবর পেয়েই স্কুল বিল্ডিং ঘিরে ফেলে রাশিয়ার সেনারা।



জানা যাচ্ছে, একজন হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ অন্যজন পলাতক। পরিচয় এখনও জানা যায়নি। তবে প্রত্যেকেই কম বয়সী তরুণ বলে সূত্রের খবর। হামলার কারণ সম্পর্কেও জানা যায়নি। তদন্ত শুরু করেছে রুশ পুলিশ।