Latest News

6/recent/ticker-posts

Ad Code

গঙ্গায় ভেসে আসছে একের পর এক পচাগলা মৃতদেহ! আতঙ্ক চরমে

গঙ্গায় ভেসে আসছে একের পর এক পচাগলা মৃতদেহ! আতঙ্ক চরমে



বিশ্বজিৎ দাসঃ 

গঙ্গায় জলে ভেসে আসছে একের পর এক পচাগলা মৃতদেহ। সেই মৃতদেহ এক বা দুই নয়, একেবারে ৪০-৪৫টা লাশ। সংখ্যা ছাড়াতে পারে ১৫০।


এর ফলে আতঙ্ক ছড়িয়েছে বিহারের বক্সায় গঙ্গার পার্শ্ববর্তী এলাকায়। করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশ লাগোয়া বিহারের সীমানায় এভাবে একসঙ্গে এত অজ্ঞাতপরিচয় মৃতদেহ ভেসে আসাতেই চাঞ্চল্য। কোথা থেকে এল একসঙ্গে এত মৃতদেহ; খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।


বীভৎস দৃশ্যে এদিন ঘুম ভাঙে চৌসার স্থানীয় বাসিন্দাদের। সকালে উঠেই বাসিন্দারা দেখে গঙ্গার পাড়ে মহাদেব ঘাটে সার সার দিয়ে জলে ভাসছে পচে গলে ফুলে ওঠা মৃতদেহ। মুহূর্তে খবর যায় পুলিশে। স্রোতের দিক বিচার করে স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান, উত্তরপ্রদেশ থেকেই ভেসে এসেছে দেহগুলি এবং মৃতদের মৃত্যু সম্ভবত করোনা সংক্রমণের কারণেই হয়েছে। অন্তিম সৎকারে অসমর্থ হওয়ায় মৃতের পরিবার দেহগুলি নদীতে ভাসিয়ে দিয়েছেন। 


করোনা পরিস্থিতিতে এভাবে দেহ ভেসে আসায় নদীর জলে সংক্রমণ আরও ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code