এই দেশ শুধু ফুটবল খেলাতেই নয় সুন্দরী নারীর জন্যও সুপরিচিত


credit: Alina Luz Akselrad insta


ব্রাজিলকে সকলে ফুটবলের দেশ বলেই জানে। এই দেশ শুধু ফুটবল খেলাতেই নয় সুন্দরী নারীরর জন্যও সুপরিচিত। এবছর মিস ইউনিভার্স ২০২০ তে এই ব্রাজিল থেকে এবার অংশ নিচ্ছে আলিনা আকসেলরাদ [Alina Akselrad] । 

credit: Alina Luz Akselrad insta



ইহুদি পরিবারে জন্ম নেওয়া, তিন বোনের মধ্যে দ্বিতীয় আলিনা। তার বাবা ড্যানিয়েল আকসেলাদ, একজন হিসাবরক্ষক, এবং মা সিলভিয়া তোরাও, একজন ঘোষক, এছাড়াও রিয়েল এস্টেট ব্যবসায়ের সাথে জড়িত। 

credit: Alina Luz Akselrad insta





আলিনা কর্ডোবার সান প্যাট্রিসিও দ্বিভাষিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিল। ছোট বেলা থেকেই,  সৌন্দর্যের স্বাভাবিক ধাঁচের সাথে সামঞ্জস্য না থাকায় ছোটবেলায় মানসিক অবসাদে ভুগতে হয়েছিলো তাঁকে।  

credit: Alina Luz Akselrad insta



সেই আলিনা ২২ বছর বয়সে মিস আর্জেন্টিনা ২০২০ এর পক্ষ থেকে  বিশ্ব সুন্দরী মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করছে।