ফের একাধিক নতুন ফিচার্স নিয়ে হাজির WhatsApp





একের পর এক নতুন ফিচার্স নিয়ে প্রতিযোগিতার জগতের ভিতকে শক্ত করছে জনপ্রিয় সোশ‍্যাল নেট ওয়ার্কিং সাইট WhatsApp । খুব শীঘ্রই বেশ কিছু নতুন ফিচার্স আনছে WhatsApp । 


লিঙ্কড ডিভাইসের চ্যাট আলাদাভাবে ডিলিট করা : 

কম্পিউটারে বা অন্য ফোনে WhatsApp খুলে শুধু সেই ডিভাইসের জন্য আলাদা করে কোনও চ্যাট ডিলিট করতে পারবেন। অর্থাত্ আপনার মূল ফোন যেখানে আপনি সব সময় WhatsApp ব‍্যবহার করেন সেই চ্যাট আগের মতোই থাকবে।




ভয়েস চ্যাট প্লে ব্যাকের গতি নিয়ন্ত্রণ : 

ইতিমধ্যেই বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করে দিয়েছে WhatsApp । এর মাধ্যমে অডিয়ো মেসেজের গতি 1x, 1.5x বা 2x বৃদ্ধি করে শোনা যাবে।




স্বয়ক্রিয়ভাবে ডিলিট হওয়া ছবি/ভিডিয়ো :

এই ফিচার্স আপনি অন করে রাখলে কাউকে কোনো ছবি বা ভিডিয়ো পাঠালে তা দেখার সাথে সাথে সেটি স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে। ফলে, গোপন ছবি, ভিডিয়ো পাঠানোর নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে।



স্ট্যান্ড আপ ফর আর্থ স্টিকার প্যাক :

পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এই নয়া স্টিকার প্যাক লঞ্চ করেছে WhatsApp ।