গরমকে তোয়াক্কা না করে মানুষকে সচেতন করতে হাটে বাজারে প্রচার তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথের
পূর্ব বর্ধমান:-
ভারতবর্ষে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে,তার সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা।
মহামারী ভয়ঙ্কর এই করোনার হাত থেকে মানুষকে সচেতন করতে কালনার পূর্বস্থলী ১ নং ব্লকের বিদ্যানগর বাজারে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক প্রচার করলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ক্ষুদ্র কুটির শিল্প ও প্রাণিসম্পদ রাষ্ট্র মন্ত্রী স্বপন দেবনাথ।
এদিন মাস্ক ছাড়া কেউ বাজারে আসবেন না,মাস্ক ছাড়া কেউ কোথাও যাবেন না। কার্যতঃ এই দাবদাহ গরমকে তোয়াক্কা না করে মানুষকে সচেতন করতে বাজারের পথে হাঁটলেন স্বপন দেবনাথ।এই সচেতন বার্তা আজ থেকে শুরু করেছেন কিন্তু এর আগেও মানুষকে সচেতন করে পথে ঘাটে নেমে ছিলেন প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ।
স্বপন বাবুর এই উদ্যগকে সাধুবাদ জানিয়েছেন পূর্বস্থলীর মানুষগন।
প্রসঙ্গত, বেলাগাম করোনা সংক্রমণ। প্রতিদিন যেম্ন বাড়ছে সংক্রমণ সংখ্যা তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে সচেতন থাকাই একমাত্র উপায়। সচেতন থেকে বিধি নিসেধ মেনে চললেই হারানো যেতে পারে করোনাকে। আর তার প্রচার করতেই নেমে পড়েছেন স্বপন দেবনাথ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊