আজ তৃতীয় দফায় কোন কোন কেন্দ্রে ভোট? জানুন বিস্তারিত
আজ তৃতীয় দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন। তিনটি জেলার মোট ৩১ আসনে চলবে আজ ভোটগ্রহণ। জেনে নেওয়া যাক কেন্দ্র গুলির নাম:
হাওড়া:
শ্যামপুর,
বাগনান,
আমতা,
উদয়নারায়ণপুর,
জগৎবল্লভপুর,
উলুবেড়িয়া উত্তর এবং
উলুবেড়িয়া দক্ষিণ।
হুগলি:
জাঙ্গিপাড়া,
হরিপাল,
ধনেখালি,
তারকেশ্বর,
পুরশুড়া,
আরামবাগ,
গোঘাট,
খানাকুল।
দক্ষিণ ২৪ পরগণা:
বাসন্তী,
কুলতলি,
কুলপি,
রায়দীঘি,
মন্দিরবাজার,
জয়নগর,
বারুইপুর পূর্ব,
বারুইপুর পশ্চিম,
ক্যানিং পশ্চিম,
ক্যানিং পূর্ব,
মগরাহাট পূর্ব,
মগরাহাট পশ্চিম,
ডায়মন্ডহারবার,
ফলতা,
সাতগাছিয়া,
বিষ্ণুপুর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊