Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ তৃতীয় দফায় কোন কোন কেন্দ্রে ভোট? জানুন বিস্তারিত




আজ তৃতীয় দফায় কোন কোন কেন্দ্রে ভোট? জানুন বিস্তারিত 




আজ তৃতীয় দফায় রাজ‍্যে বিধানসভা নির্বাচন। তিনটি জেলার মোট ৩১ আসনে চলবে আজ ভোটগ্রহণ। জেনে নেওয়া যাক কেন্দ্র গুলির নাম: 




হাওড়া: 

শ্যামপুর, 

বাগনান, 

আমতা, 

উদয়নারায়ণপুর, 

জগৎবল্লভপুর, 

উলুবেড়িয়া উত্তর এবং 

উলুবেড়িয়া দক্ষিণ।










হুগলি: 

জাঙ্গিপাড়া, 

হরিপাল, 

ধনেখালি, 

তারকেশ্বর, 

পুরশুড়া, 

আরামবাগ, 

গোঘাট, 

খানাকুল।










দক্ষিণ ২৪ পরগণা: 

বাসন্তী, 

কুলতলি, 

কুলপি, 

রায়দীঘি, 

মন্দিরবাজার, 

জয়নগর, 

বারুইপুর পূর্ব, 

বারুইপুর পশ্চিম, 

ক্যানিং পশ্চিম, 

ক্যানিং পূর্ব, 

মগরাহাট পূর্ব, 

মগরাহাট পশ্চিম, 

ডায়মন্ডহারবার, 

ফলতা, 

সাতগাছিয়া, 

বিষ্ণুপুর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code