খলনায়ক হ্যারির ষড়যন্ত্রে কি নিতে চলেছে নতুন মোড় ! টানটান উত্তেজনা
Innocent until proven guilty প্রবাদে ভরসা করা, যেকোনও সভ্য নাগরিকের অভ্যাস। তবে কল্পনার কাঠগড়ায় অভিযুক্ত কে "guilty" প্রমান করার ট্রায়াল অ্যান্ড এরর চলতে থাকে অবলীলায়। কল্পনার জগত ছাড়া বিনোদন জগত এমন একটি জায়গা যেখানে দর্শক অবলীলায় ভিলেন কে চিনতে পারেন। তবে অনুমান আর বাস্তবের মধ্যবর্তি সময়টা হল রহস্য-রসের মূল সময়।
ভিলেনের মুখোশ খুলে আসার উত্তেজনা একজন একনিষ্ঠ দর্শকের চেয়ে ভালো কেউ বোঝেনা। এমনই এক রহস্যময় পরিবেশ তৈরী হয় বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'ওগো নিরুপমা' -র কাহিনীতে।
নিজের প্রেমের জোয়ারে ধূর্ত হ্যারি ফাঁসিয়েছে আবীরের বোন এনাকে। এদিকে এনার প্রতি অরুপের লুকোনো অনুরাগ অরুপকে বাধ্য করে হ্যারির হাত থেকে এনাকে বাঁচাতে। এদিকে ' love is blind ', তাই এনা কিছুতেই হ্যারির অভিপ্রায় বুঝতে নারাজ।
সত্যি কি এবার মুখোশ খুলে বেরিয়ে আসবে হ্যারির স্বরুপ ! এই উত্তেজনায় দর্শক চোখ রাখতে স্টার জলসার পর্দায় ও হটস্টারে।
হ্যারির চরিত্রে অভিনয় করছেন গুনী শিল্পী অনুজিৎ সরকার। এই নেতিবাচক চরিত্রটি নিয়ে আশাবাদী অভিনেতা আরও জানান " ইতিবাচক চরিত্রে অভিনয় করে আমি মানুষের মনে জায়গা করে নিতে চাই, এটা কম বেশী সকলেরই ইচ্ছা থাকে। তবে নেতিবাচক চরিত্র, যাকে আমরা ভিলেন বলে থাকি, ওই চরিত্রে আমায় দেখে মানুষ গালাগালি করলে সেটা আমার জন্য প্রাপ্তী। "
চরিত্রে আগামী দিনে কোন দিকে মোড় নেবে সে বিষয়ে অনুজিৎ সরকারের তরফ থেকে কিছু জানা যায়নি নিশ্চিত ভাবে।
হ্যারির অভিপ্রায় আরও পরিষ্কার হয়ে উঠবে 'ও গো নিরুপমা' ধারাবাহিকের আসন্ন এপিসোড গুলোয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊