ব্যস্ত হাইওয়ের পাশে উল্টে পড়ে তেলের ট্যাঙ্কার-এলাকায় আতঙ্ক 




ধূপগুড়ি,জয়ন্ত বর্মন :: ধূপগুড়ি ব্লকের দেওমালি এলাকায় উল্টে গেল তেলের ট্যাঙ্কার । ঘটনাটি  ঘটেছে শনিবার দুপুরে। 

স্থানীয় সূত্রে জানা গেছে ধূপগুড়ি থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল তেল বোঝাই ট্রাঙ্কারটি। সেই সময় সোনাখলির কছে নিয়ন্ত্রণ হারিয়ে তেল বোঝাই গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।

গাড়ি থেকে তেল বের হতে থাকে। স্থানীয়দের মধ্যে তেল লুঠ শুরু হয়। স্থানীয়রা তেল নেওয়ার জন্য রীতিমতো বালতি ও ড্রাম নিয়ে ভিড় জমায়। ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।

খবর পেয়েই সেখানে ছুটে আসে ধূপগুড়ি দমকল বাহিনী। পাল্টি খাওয়া তেলের‌ ট্রাঙ্কে দমকলের সহায়তায় জল দেওয়া হয়। এরপর ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী।

পুলিশ বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে দমকল বাহিনীর সহায়তায় গাড়িটিকে তুলতে সক্ষম হয়। এই ঘটনায় এখনো কেউ হতাহত হয়নি। তবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র ।