ম্যাক্সওয়েল, শাহবাজের সৌজন্যে হায়দ্রাবাদকে হারিয়ে টানা দ্বিতীয় জয় কোহলি ব্রিগেডের


প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৬ রানে হারিয়ে তালিকায় শীর্ষস্থান ধরে রাখলো তারা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন রয়্যাল অধিনায়ক কোহলি (২৯ বলে ৩৩) এবং দেবদূত পারিক্কল (১৩ বলে ১১)। এরপর ম্যাক্সওয়েল ছাড়া আর কোনো ব্যাটসম্যান বলার মতো রান পাননি। ম্যাক্সওয়েল ৩টি ছয় ও ৫টি চারের সাহায্যে ৪১ বলে ৫৯ রান করেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ব্যাঙ্গালোর ১৪৯ রান তোলে। হায়দ্রাবাদের হয়ে ৩টি উইকেট নেন জেসন হোল্ডার, ২টি উইকেট পান রশিদ খান। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ঋদ্ধিমান সাহার উইকেট হারালেও ভালো রান পান ডেভিড ওয়ার্নার এবং মনীশ পান্ডে (৩৯ বলে ৩৮) । ১টি ছয় ও ৭টি চারের সাহায্যে ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হন ওয়ার্নার। এরপর আর কোন ব্যাটসম্যান রয়্যাল বোলারদের বিরুদ্দে রুখে দাঁড়ারে পারেনি। ফলস্বরূপ লক্ষ্যমাত্রা থেকে ৬ রান দূরেই থেমে যায় তাদের ইনিংস। ব্যাঙ্গালোরের হয়ে ৩টি উইকেট নেন শাহবাজ  আহমেদ। ২টি করে উইকেট পান মহম্মদ সিরাজ এবং হর্ষল প্যাটেল।