কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রথম দু’দফার মতোই মঙ্গলবার তৃতীয় দফার ভোটের দিনও রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার দুইবঙ্গে ২টি সভা করবেন প্রধানমন্ত্রী। একটি কোচবিহারে ও অপরটি হাওড়ায়। নবান্ন দখলের লক্ষ্যে রাজ্যে আনাগোনা বেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের। একের পর এক কেন্দ্রীয় নেতা জনসভা করছে বাংলায়। সেই তালিকায় প্রধানমন্ত্রী মোদীও রয়েছেন।
রাজ্যে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। মোট আট দফায় এবারের নির্বাচন। ইতিমধ্যে দুই দফায় নির্বাচন হয়েছে। তৃতীয় দফায় নির্বাচন আগামীকাল ৬ই এপ্রিল মঙ্গলবার। আর সেদিনেই রাজ্যে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে দ্বিতীয় দফার ভোটের দিনেও রাজ্যে সভা করেছিলেন তিনি। এবার তৃতীয় দফার দিনেও রাজ্যে আসছেন তিনি।
এদিকে, ভোট গ্রহণের দিন রাজ্যে সভা করে প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি ভঙ্গ করছেন, প্রভাবিত করেছেন ভোটারদের এমনই অভিযোগ জমা পড়েছে কমিশনে বলেই সূত্রের খবর। এনিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন কমিশনের কর্তারা। তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগ জমা করা হয়েছে বলে সূত্রের খবর। সত্যিই কি বিধি ভেঙেছেন প্রধানমন্ত্রী? নির্বাচন কমিশন সূত্রে খবর, এব্যাপারে আইনি বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊