'রিল নয় রিয়েল'- ডিজিট্যাল পোস্টারেই ভোট প্রচার সংযুক্ত মোর্চার , নেট পাড়ায় ভাইরাল

 


রাজ্যে আরম্ভ হয়েছে বিধানসভা নির্বাচন। ঘাসফুল শিবির ও গেরুয়া শিবিরকে ঠেকাতে বাম- কংগ্রেস- আইএসএফ জোট করে লড়ছে এবারের নির্বাচন। প্যারোডি গানের পর এবার প্রচারের হাতিয়ার করে ফিল্মি ডায়লগ। ভোটের মরসুমে ভাইরাল সংযুক্ত মোর্চার সেই সব ডিজিটাল পোস্টার।



কোথাও মোদি 'গব্বর', আবার কোথাও সেলেবদের রাজনীতিতে যোগদান করা নিয়ে কটাক্ষ করা হয়েছে সেইসব পোস্টারে। চাকরি থেকে শুরু করে ট্যাক্স, বেকার সব প্রসঙ্গ টেনে আনা হয়েছে। সেই সকল পোস্টার ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায়। 



বলিউডের জনপ্রিয় হিন্দি ছবির ডায়লগ তুলে  সেইসব চরিত্রের অ্যানিমেশন ছবিও ব্যবহার করে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে পোস্টারে। এই ডিজিটাল পোস্টারের সিরিজের নাম দেওয়া হয়েছে রিল থেকে রিয়েল।যুবসমাজকে আকর্ষণ করার জন্যই যুগের সঙ্গে তাল মিলিয়ে বানানো হয়েছে ডিজিটাল পোস্টার।


একুশের বিধানসভা নির্বাচনে ঝাপিয়ে পড়েছে জোট। একঝাক নতুন মুখ সামনে এনে জোটেই ভোট দেওয়ার প্রস্তাব রাখছে। 



এর আগে টুম্পা গানের প্যারোডি এনেছিল জোট। সেই গান নেট দুনিয়ায় ভাইরাল হয়। এবার ডিজিট্যাল পোস্টার। 


 ফিল্মি ডায়লগেই বাজিমাত, ভাইরাল সংযুক্ত মোর্চার ডিজিটাল পোস্টার



রিল নয় রিয়েল সেই পোস্টারের সিরিজের নাম। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ